অনন্তবালা শহীদ জালাল স্মৃতি সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
মহাস্থান বগুড়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা শহীদ জালাল স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র সংঘের সভাপতি হাসিব উদ্দিন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক হাফিজুর রহমান হিরু। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ গড়ার প্রত্যয় গড়ে তুলতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যঅন সালাউদ্দিন মিল¬াত, থানা যুবদল নেতা গোলাম রব্বানী পুটু, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুবদল নেতা ইমদাদুল হক, বাইজিদ, মহিউদ্দিন দুলু, রবি, শাহিনুর আলম টিটু, তুহিন, রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আলম ডাইস, আলহাজ্ব আবু তোরাব সাকিল, ছাত্রনেতা ইমরান সর্দার, ইউসুফ আলী, কাওসার প্রমুখ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার জনসাধারণ অনুষ্ঠান উপভোগ করে।