অবিলম্বে মামলা প্রত্যাহার করুন অন্যথায় বৃহত্তর আন্দোলন-ডাবলু
গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করুন-অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রশাসনের লোকজন আ.লীগের হাইব্রিড নেতাদের খুশি করতেই অনিয়ম করে ডিলার নিয়োগ দিয়েছেন। যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী বন্ধ করুন।
ঘোষিত ডিলারশীপ বাতিল, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে থানার তিনমাথা মোড়ে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ ও কলেজ ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, বাবু এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু। এ সময় গাবতলীর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উলেখ্য, গত ২৫সেপ্টেম্বর হতদরিদ্রদের অনুকুলে ডিলার নিয়োগের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ডিলার নিয়োগ কমিটির সংশ্লিষ্টরা। এতে বঞ্চিত ডিলার আবেদনকারীরা ফুঁসে উঠেন। একপর্যায়ে উপজেলা ফুড অফিস ভাংচুর এবং অফিসারকে লাঞ্ছিত করা হয়। বঞ্চিত ডিলারদের অভিযোগ, ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসার যোগসাজসে অনিয়ম ও পক্ষপাতিত্ব করে আর্থিক সুবিধার বিনিময়ে অযোগ্যদের ডিলার নিয়োগ দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বঞ্চিত ডিলারদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে গত কয়েকদিন ধরেই লাগাতার সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে যুবলীগসহ সহযোগী সংগঠন। অপরদিকে ফুড অফিস ভাংচুর ও অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় ফুড অফিসার একেএম আজাদ বাদী হয়ে গত ২৫সেপ্টেম্বর ১৯জনের নাম উলেখ এবং ১৫/২০জনকে অজ্ঞাত করে থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এদিকে ফুড অফিস ভাংচুর ও অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইউএনও আহসান হাবিব, থানার ওসি শাহিদ মাহমুদ খান, কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকারসহ বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।