অভিভাবকহীন সোনাতলা পৌরসভার দিন শেষঃ দায়িত্ব নিলেন সোনাতলা প্রাণ পুরুষ নান্নু
সোনাতল (বগুড়া)প্রতিনিধি ঃ বগুড়ার সোনাতলা পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন গতকাল সকাল ১০ টায় দায়িত্ব হস্থান্তর করেন। এসময় পৌরসভার নবর্নিাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এসময় নব্য মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বলেন সকলের সহযোগিতায় আমি সোনাতলা পৌরসভাকে বাংলাদেশের মধ্যে ১ নং মডেল পৌরসভা করতে চাই। পৌরবাসীর এতো দিনের আশা আকাংঙ্খা পুরণ করতে চাই এজন্য তিনি সকল কাউন্সিলর ও সোনাতলা বাসীর সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন সোনাতলা উন্নয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনাতলা পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়তে চাই । এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব সহ সকল ষ্টাপ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া আকতÍ রুনা,সৈয়দা হামিদা, রোজিনা বেগম,কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,তরিকুল ইসলাম,তাহেরুল ইসলাম তাহের,হারুন-অর রশিদ,হান্নান,রবিউল খান,জহুরুল ইসলাম শেফা,ফজলুল করিম লাজু,বাবু প্রমূখ।