আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সর্বাত্বক সহায়তা করুন -ওসি শাহীদ মাহমুদ
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীদ মাহমুদ খাঁন বলেছেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সর্বাত্বক সহায়তা করুন। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন ইউপি নির্বাচনে কোন পেশীশক্তি,রংবাজী,সন্ত্রাসী, করার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন,নির্বাচনে কোন প্রকার নকল করার সুযোগ নাই, পাশ করতে চাইলে নিজের যোগ্যতায় জনগনের কাছে ভোট ভিক্ষা করুন। এছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, মাদক নিমূল করতে পুলিশকে সহায়তা করার আহবান জানান। গতকাল শুক্রবার গাবতলীর রামেশ্বরপুর বাজারে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত নির্বাচন পূর্ব আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি নুরুল ইসলাম আলমগীগের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, এস আই আবু জাররা,এস আই ফিরোজ, আওয়ামীলীগ মনোনিত(নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী রফি নেওয়াজ খান রবিন,বিএনপি মনোনিত(ধানের শীষ প্রতিক) চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব মন্ডল, ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ লাটিম, জাহেদুল ইসলাম,তরিকুল ইসলাম,মিজানুর রহমান,আব্দুর রাজ্জাক,মাছুদুর রহমান,সাজাহান আলী,আফজাল হোসেন,নাজমা বেগম,মমতাজ বেগমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।