আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সর্বাত্বক সহায়তা করুন -ওসি শাহীদ মাহমুদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 18 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীদ মাহমুদ খাঁন বলেছেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সর্বাত্বক সহায়তা করুন। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন ইউপি নির্বাচনে কোন পেশীশক্তি,রংবাজী,সন্ত্রাসী, করার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন,নির্বাচনে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি করার অপচেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। নিজের যোগ্যতায় জনগনের কাছে ভোট ভিক্ষা করুন। এছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, মাদক নিমূল করতে পুলিশকে সহায়তা করার আহবান জানান। গতরবিবার গাবতলীর সোনারায় বাজারে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত নির্বাচন পূর্ব আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি দুলাল করিম দুলালের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,গাবতলী মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বাবু ধন্য গোপাল সিং, এস আই আবু জাররা,এস আই ফিরোজ,এস আই আহসান হাবীব ও আওয়ামীলীগ মনোনিত(নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী তারাজুল ইসলাম,বিএনপি মনোনিত(ধানের শীষ প্রতিক) চেয়ারম্যান প্রার্থী তারাজুল ইসলাম,স্বতন্ত্র (আনারস প্রতিক)চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রাঙ্গা, (চশমা প্রতিক) চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোর্শেদুর রহমান বাবুল,( মটর সাইকেল প্রতিক) চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান রিপন। এসময় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, সমাজসেবক জহুরুল ইসলাম,মোফাজ্জল হোসেন,আবু তাহের,সাজু মিয়া, গ্রাম পুলিশ সুনিলসহ সকল ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :