আওয়ামীলীগ যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই দেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে —- আবু সুফিয়ান শফিক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:22 PM, 10 November 2015

আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামীলীগ ও সংগঠনের উদ্যোগে বেহুলা বাসর ঘর মেড়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলী রেজা তোতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। তিনি বলেন-আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে। যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। সারাদেশে সকলক্ষেত্রেই সার্বিক উন্নয়ন হয়েছে। আগামী ১২ই নভেম্বর বগুড়ায় জনসভা সফল করতে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার জন্য উদ্যাক্ত আহবান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধা: সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধা: সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অন্যানের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সরকার সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সওকাদুল ইসলাম সবুজ, কৃষক লীগের আহবায়ক রুস্তম আলী, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, আরিফুল, লেলিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সাজু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেহেদী ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক শাহাজুল ইসলাম জুলাই। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.আর বিপ্লব।

আপনার মতামত লিখুন :