আগামী ৫ বছরের মধ্যে এই উপজেলার সকল রাস্তা পাকা করণ করা হবে — এমপি জিন্নাহ্
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা জাতীয় পাটির সভাপতি শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, সে লক্ষ্যে যোগাযোগ ক্ষেত্রে গ্রাম ভিত্তিক কাচা রাস্তা এইচবিবি করণ ও পাকা করণ কাজের উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট সরকারের কোন বিকল্প নেই, তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে এই উপজেলার সকল রাস্তা পর্যায় ক্রমে পাকা করণ করা হবে। যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন ঘটলে এই উপজেলার আরো ব্যাপক উন্নয়ন ঘটবে। মঙ্গলবার উপজেলার কিচক ইউনিয়নে আপসন ভায়া ঝালখুুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। জাহিদুর রহমান খোকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়, সদস্য সচিব ফজলুল বারী, পৌর ছাত্র সমাজের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।