আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের কেবিনেট নির্বাচন সম্পন্ন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:39 AM, 02 April 2017

মহাস্থান (বগুড়া) : আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে শেষে হলো মাধ্যমিকও দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের কেবিনেট নির্বাচন।

বগুড়া সদরের গোকুল, তমিরুন্নেছা বালিকা ও তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহাস্থান, ফাঁসিতলা এন বি আর ইউ নাইটেড, বামন পাড়া উচ্চ বিদ্যালয় ও সেকেন্দ্রারাবাদ ডিএস দাখিল মাদ্রাসার কেবিনেট নির্বাচনে উপস্থিত ছিলেন, গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম কাওসার আলী খোকন সরকার ,প্রধান শিক্ষক গোলাম সোবাহান সবুজ , তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল মাজেদ, সেকেন্দ্রারাবাদ মাদ্রাসার সুপার আব্দুল মতিন সহ নির্বাচিত ছাত্র/ছাত্রী,শিক্ষক/শিক্ষীকা ও অভিভাবক বৃন্দ।

আপনার মতামত লিখুন :