আলোকিত বগুড়া উদ্যোগে দরিদ্র ও পথশিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:39 AM, 19 May 2019

আবু সাঈদ(বগুড়া) প্রতিনিধিঃ আলোকিত বগুড়া এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র রোজাদার ও পথশিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সকালে শহরের বৃন্দাবন দক্ষিণ পাড়ায় ২ শত ৫০জন দরিদ্র রোজাদার ও পথশিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন অত্র সংগঠনের নির্বাহী পরিচালক এ্যাড. ফেরদৌসী আকতার রুনা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব মামুরুন রশিদ শাহিন, উপদেষ্ঠা সাবেক কাউন্সিলর টিপু সুলতান, বাদল চৌধুরী, ট্রেজারার রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন মিটু, কহিনুর খানম, সেলিনা আকতার বিউটি প্রমূখ। ঈদ সামগ্রী মধ্যে রয়েছে সেমাই ,চিনি, বুট, সয়াবিন তেল, খেজুর।

আপনার মতামত লিখুন :