আ.লীগ সরকার দেশের শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য রেখেছেন-সফিক
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের শিক্ষা ব্যাবস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ব্যাক্তিদের নির্বাচিত করতে হবে। গতকাল রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আ.লীগ ও রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আওয়ামীলগের সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জিন্নাহ,ডাঃ খবির উদ্দিন,ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদ জহুরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,ইউপি সদস্য ওয়াহেদ আলী, গোলাপী বেগম,ব্যবস্থাপনায় আলগীর হোসেন, বিদ্যালয়ের সদস্য সাইফুল ইসলাম,রুহুল আমিন,শাজাহান আলী,আশরাফুল ইসলাম,লিপি বেগম প্রমূখ। শেষে ক্রিড়ায় বিজয়ী ছাত/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।