ইউপি নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীদের নৌকা প্রতিকে বিজয়ী করুন-হিরো

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:57 PM, 19 April 2016

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাশরাফি হিরো বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই। কারন নৌকা স্বাধীনতার প্রতিক,নৌকা আ.লীগের প্রতিক,নৌকা উন্নয়নের প্রতিক। সরকারের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আসন্ন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান আজহারুল হান্নান রিপুকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করুন। গতকাল সন্ধায় কেরুলিয়ায় আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নান রিপু,ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,যুগ্মসাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার, থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, আ.লীগনেতা সাইফুল ইসলাম,মুকুল সরকার, রাসেদ প্রাং, আব্দুল খালেক,এমদাদুল,নজরুল,সুরজ মিয়া,লাদু,ছাত্রলীগনেতা মাকছুদুর রহমান রকি,আছলাম বক্তব্য রাখেন।।

আপনার মতামত লিখুন :