ইউপি নির্বাচনে সোনাতলার পাকুল্লা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে সান্তনা বেগম জয়ী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:17 PM, 01 April 2016

সংবাদ আজকাল ঃ দ্বিতীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন ৪,৫,৬ সংরক্ষিত মহিলা আসনে তালগাছ মার্কা প্রতিক নিয়ে ১০৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সান্তনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাহফুজা বেগম ১০৫৩ ভোট পেয়ে দ্বতীয় হয়েছেন । নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সান্তনা বেগম পাকুল্লা ৪,৫,৬ নং ওয়ার্ড বাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :