ইসলামের জ্ঞান অর্জন করে আমল করতে হবে …….জিন্নাহ এমপি
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: আমরা যারা মুসলমান তাদের সকলের উচিত কোরআন ও হাদীস অনুযায়ী জীবন যাপন করা। কোরআন ও হাদীসের শিক্ষা গ্রহণ করে সমাজ ব্যবস্থা পরিচালিত হলেই দেশে কোন হানাহানি, মারামারি ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘঠিত হবে। এজন্য আমাদের ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে।
শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে ঐতিহাসিক বুলুরচক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাষ্টার মুজিবুর রহমান স্মৃতি সংঘের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে ঘাগুরদুয়ার কেন্দ্রীয় জামে মজিদের পেশ ইমাম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহেম্মদ রিজু, মাষ্টার মুজিবুর রহমান স্মৃতি সংঘের অন্যতম দাতা সদস্য আবুল হোসেন, আব্দুল বাছেদ।
এ সময় উপস্থিত ছিলেন, মাষ্টার মুজিবুর রহমান স্মৃতি সংঘের সাংগঠনিক সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়, আলহাজ্ব আজাহার আলী, ইউপি সদস্য আবু রায়হান, সমাজ সেবক মোজাফ্ফর হোসেন, আবু রায়হান, হাসিবুল হাসান, রাসেল, ফারুক ফয়সাল, মাষ্টার মুজিবুর রহমান স্মৃতি সংঘের উপদেষ্ঠা মকবুল হোসেন, সহ সভাপতি আতাউর রহমান,শফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, মকবুল হোসেন,লুতফর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আরোও উপস্থিত ছিলেন, মাষ্টার মুজিবুর রহমান স্মৃতি সংঘের সকল সম্মানিত সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আলামা হযরত মাও: ফখরুদ্দিন আহ্মদ, ঢাকা।