উন্নত শিক্ষাপাঠ দানে কাজ করবে জাহাঙ্গীর আলম গুড ম্যানিং কেজি হাই স্কুল —-মেয়র নান্নু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:41 PM, 02 January 2020

সংবাদ আজকাল : বগুড়া সোনাতলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে শাহবাজপুরে জাহাঙ্গীর আলম গুড্ মনিং কেজি হাইস্কুল উদ্বোধন করা হয়েছে। স্কুল প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষানুরাগী সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু গতকাল বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। ও জাতীয় পতাকা উত্তোলন করেন,এর আগে প্রতিষ্ঠানটির উন্নিত ও সফলতা কামনা করে দোয়া মাফফিল করা হয়।

পরে স্কুলের অধ্যক্ষ শামসুউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহরের শিক্ষার আদলে উন্নত শিক্ষা পাঠ দান করবে জাহাঙ্গীর আলম কেজি হাই স্কুল ,এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান,সোনাতলা জাহাঙ্গীর আলম গুড ম্যানিং কেজি স্কুলের পরিচালক আব্দুল আজিজ হিরা, পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম, জহুরুল ইসলাম শেফা , নিপুন আনোয়ার কাজল, হারুন অর রশিদ প্রমুখ। শেষে ভর্তি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন ।

আপনার মতামত লিখুন :