উপজেলা চেয়ারম্যানের অনুমোদন নিয়ে ইউএনওদের কাজের নির্দেশ হাইকোর্টের

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:25 PM, 15 September 2021

উপজেলা পরিষদের অধীনস্থ সব দফতরের কার্যক্রম চেয়ারম্যানের অনুমোদন নিয়ে কাজ করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ইতিমধ্যে জারিকৃত সার্কুলার অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসংগে ইউএনওরা যাতে সার্কুলার অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের এক সম্পূরক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ব্যারিস্টার হাসান এমএস আজিম।

 

 

আপনার মতামত লিখুন :