ঊর্ধ্বমুখী পিঁয়াজের দাম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:02 PM, 30 September 2019

সাহাব উদ্দিন রাফেল : বিগত বেশ কিছুদিন ধরেই উর্ধ্বমুখী পিঁয়াজের দাম.গত একমাসে দাম দ্বিগুণ হয়েছে পেঁয়াজের।এরই মধ্যে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারে।রাজধানী ঢাকার সবচেয়ে বড় কাঁচাবাজার কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে ৮০ টাকা। এ দিকে কল্যাণপুর নতুন বাজার ,মোহাম্মাদপুর কাঁচা বাজার ,মিরপুর সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় ,সে খানে ও খুচরা দাম নিচ্ছে কেজিতে ১০০ ,১১০ ব্যবসায়ীরা বলছে, দাম আরও বাড়বে। এ নিয়ে দেশের জনগণের মধ্যে সৃষ্টি হয়ে নানা প্রতিক্রিয়া। অনেকেই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন। আবার অনেকেই বলছে ,ভারতে বন্যার জন্য তাদের সরকার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন!

আপনার মতামত লিখুন :