একজন শিক্ষিত মা’ই পারেন তার সন্তানকে সু-শিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে ———শিক্ষা অফিসার জিলুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জিলুর রহমান বলেছেন, কবি বলেন, “ আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিবো।” জাতিকে শিক্ষিত করতে হলে প্রথমে আমাদের কে শিক্ষিত মা প্রয়োজন। আমাদের দেশের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নারী শিক্ষার দিকে কঠোর ভাবে তাগিদা দিয়েছেন। একজন শিক্ষিত মা’ই পারেন তার সন্তানকে সু-শিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে। আমাদের দেশে বাল্য বিবাহ প্রচলণ রয়েছে। এটা বন্ধ করে নারীদের কে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তা হলে আমরা একজন শিক্ষিত মা পাবো। আর শিক্ষিত মা’ই পারেন ভবিষ্যতে শিক্ষিত জাতি উপহার দিতে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া আলহাজ্ব সফি উদ্দিন আদর্শ কিন্ডার গার্টেন কেজি স্কুলে মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অত্র বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব সেকেন্দার আলী বাদশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র, সাজেদুর রহমান, কাজী মোঃ জাহাঙ্গীর আলম, এনায়েতুল, অত্র বিদ্যালয়ের শিক্ষক ইমরান, জাহিদ, মিজানুর, নাজির, আনিসুর, ছামিদুল, শ্যামলী, আঞ্জুয়ারা, হোসনেয়ারা , ইতি, সুফিয়া প্রমূখ।