এমপিও ভূক্তির দাবিতে ঢাকায় ধর্মঘট সফল করার লক্ষ্যে সোনাতলায় নন এমপিও শিক্ষক-কর্মচারীদের সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:25 PM, 23 October 2015

Logoসোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ এমপিও ভূক্তির দাবিতে আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকায় অনির্দিষ্টকালের ধর্মঘট সফল করার লক্ষ্যে বুধবার দুপুরে সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন’র উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম.শামীম রাব্বীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক, প্রভাষক জিয়াউল হুদা আব্দুল কাদের, প্রভাষক সাজ্জাদ হোসেন, সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনা বেগম জুবলি, এনামুল হক মাষ্টার, সুলতান মাহমুদ স্বপন, নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বপন এনে-জার মাষ্টার, এরশাদুল হক (দুলু) প্রমূখ। সভায় আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য অনির্দিষ্ট কালের ধর্মঘটে নন এমপিও শিক্ষক কর্মচারীদের যোগদানের এবং সফল করার আহ্বান জানান হয়।

আপনার মতামত লিখুন :