করোনা ভাইরাসঃ ঝিকরগাছায় নতুন আক্রান্ত ৪
মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ২য় দফায় মঙ্গলবার স্বাস্থ্যকর্মীসহ আরও চার জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশিদুল আলম বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে এ জাতীয় কোন বার্তা এসে পৌঁছায়নি।
বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যর ভিত্তিতে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, তিন জন হসপিটাল স্টাফসহ চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক মেডিকেল টেকনোলজিস্টসহ (এমটিইপিআই) চারজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছিল।
যাদের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে তাঁরা সবাই সুস্থ আছেন এবং প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সনাক্ত হওয়া চার জনের মধ্য একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও একজন আয়া এবং হসপিটালের সামনের এক পান বিক্রেতা রয়েছেন।