করোনা সচেতনতায় তিন ভাষায় নির্মিত ‘আমরা করবো জয়’ আনন্দমেলা”
বিনোদন ডেক্সঃ কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন অনেকেই। এই তালিকায় আছেন বিনোদন অঙ্গনের মানুষও। নাটক-সিনেমা-গানের মানুষেরা ঘরে বসে প্রকাশ করছেন বিভিন্ন ধরনের সৃষ্টিকর্ম। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে ‘আমরা করবো জয়’ নামের একটি গানচিত্র।
আল মাসুম সবুজ এর ভাবনায় এতে কন্ঠ দিয়েছেন এম এস আই শফিক, আল মাসুম সবুজ, মারুফ শরীফ, জি এম নিপুন, দেবলীনা সুর, জয়ীতা চক্রবর্তী (ভারত)। তিন ভাষায় নির্মিত গানটিতে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী আলিয়া অন্তি, সুমন মন্ডল (ভারত), শাওন শান, অভিনয় শিল্পী মুকিত জাকারিয়া, সেজান আহমেদ, ইমন সাই, এল,সি,রফিক, তানিন তানহা, পুর্নিমা বৃষ্টি, কানিজ লিয়া, ইফতে জেনা মিতি, দীপু ইমাম ও আরশ খান। সংগীত আয়োজনে ছিলেন জি এম নিপুন।
চারিদিকে যখন করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে তখন দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা এগিয়ে এসেছে করোনা সচেতনায়। এ প্রসঙ্গে ইমন সাই বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারি আঁকার ধারণ করেছে। তাই করোনা জনসচেতনতার অংশ হিসেবে দুই দেশের শিল্পীদের নিয়ে গানটি করা। তিন ভাষায় নির্মিত গানটি আশা করি সবার ভালো লাগবে।