কাগইল ইউপির মহিলা সদস্য পদপ্রার্থী খাতিজার মটর সাইকেল শোডাউন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:34 PM, 10 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ২৩শে এপ্রিল বগুড়া গাবতলী কাগইল ইউপি নির্বাচন উপলক্ষে মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী খাতিজা বেগম(তালগাছ প্রতিকের) নির্বাচনী মটর সাইকেল শো-ডাউন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক গনজোয়ার ও নির্বাচনী শো-ডাউনে উপস্থিত ছিলেন, সমাজসেবক মাইনুর রহমান, হারুনার রশিদ হারুন,আব্দুর রউফ,মামুন মিয়া,নুরু মিয়া, পারভেজ ইসলাম,এমদাদুল হক, আনারুল ইসলাম,খোরশেদ আলম,শ্যামল চন্দ্র,আমজাদ হোসেন,তৌফিত মাহমুদ,আব্দুল হান্নান, মোবারক আলী,সুরুজ মিয়া,আল আমিন.আব্দুস ছালেক,সানোয়ার হোসেন,সজিব মিয়াসহ দেড়শতাধিক মটর সাইকেল ও অটো ইজিবাইকে অবস্থানরত ভোটারবৃন্দ।

আপনার মতামত লিখুন :