কাগইল ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ছিদ্দিকের গনসংযোগ
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে গাবতলীর কাগইল ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিদ্দিকুর রহমান গতকাল হিন্দুপাড়ায় ভোটার ও জনসাধারনের সাথে মোরগ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় অবঃ শিক্ষক বাবু নিকুঞ্জ বিহারী দেব, নারায়ন দত্ত, ব্যবসায়ী বিমল চন্দ্র সাহা,নুর আলম,কোকিল চন্দ্র, রতন কুমার,পরিমল চন্দ্র,সুকুমার সাহা উপস্থিত।