কাগইল হাইস্কুলের শিক্ষকদের সঙ্গে সাবেক কূটনীতিকের মতবিনিময়
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল রবিবার বগুড়া গাবতলীর কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক কূটনীতিক, লেখক, কলামিষ্ট, প্রবন্ধকার, সাংবাদিক ও তমদ্দুন মজলিসের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ড.মুহাম্মাদ সিদ্দিক। এসময় তার সঙ্গে ছিলেন মিসেস নুরুন নাহার, অস্ট্রোলিয়া প্রবাসী মিসেস শামীমা সিদ্দিকা, মিস তাসিন মুনজুর, আহসান হাবীব খান, তাজমা ইয়াসমীন, তাজনুভা খানম, আরমান খান, আবিদ হাসান খান। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক শাহিন আকতার বানী, দুলাল চন্দ্র দেব নাথ, আব্দুল বারী, মাহিনুর হাসান, সারমিন আকতার সীমা, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, রেজাউল করিম, স্বপন কুমার, সোনাতন রায়, অনুপ কুমার, বিপ্লব কুমার সরকার, মতিউর রহমান, কামরুন নাহার, আপেল মাহমুদ, সাংবাদিক আল আমিন মন্ডল বিপ্লব প্রমূখ। শেষে লেখক ড.মুহাম্মাদ সিদ্দিক এর লেখা প্রকাশিত বই প্রদান করা হয়।