কৃষক বাচঁলে দেশ বাঁচবে দেশ বাচলে আমরা বাঁচব —তাজওয়ার এম আউয়াল
মহাস্থান(বগুড়া)থেকেঃ নুরনবী রহমানঃ কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে আমরা বাঁচব।
ভাল বীজের মাধমে ভাল ফসল উৎপন্ন হলেই কৃষকের মুখে হাসি ফুটে উঠে। সে হাসি ফুটানোর জন্য লাল তীর সীড বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।একটি বীজ একটি স্বপ্ন। কৃষকের সমস্যা সমাধানের জন্য লাল তীর কোম্পানী কাজ করে যাচ্ছে।লাল তীর বীজের কোন সমস্যা হলে তার দায়ভার কোম্পানী বহন করবে। মঙ্গলবার দুপুরে আক্তারুজ্জামানের সভাপতিত্বে বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী সঃ-প্রাঃ-বিঃ-মাঠে লাল তীর বীজ এর মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন মাল্টিমিডিয়া গ্রুপ এর ডিরেক্টর তাজওয়ার এম আউয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, পি-ডি এস কো-অর্ডিনেটর নাসিম আকবর,হেড অব মার্কেটিং মনির হোসেন,রাজশাহীর ডিভিশনাল সেলস ম্যানেজার কৃষি বিদ সাদিকুর রহমান,বগুড়ার এরিয়া ইনচার্জ আনিছুর রহমান,শিবগঞ্জ পৌর সাবেক কমিশনার তাজুল ইসলাম,ইউপি সদস্য মোস্তফা কামাল তোতা,লিটন,ফজলে বারী,আবু হাসান সহ এলাকার কৃষক ও গন্যমান্য ব্যক্তি বর্গ।