কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সম্পাদকে নামে মামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির নেতাকর্মীদের নামে ভিত্তিহীন,মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের সার্কুলার মোড়ে আসার সময় পুলিশ বাঁধা দেয় পরে, নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,সহ-সভাপতি মাহমদুর রহমান রতন,গাইবান্ধা সরকারী কলেজের আহ্বায়ক সাইফুল ইসলাম শাওন,শহর সদস্য সচিব মুন,গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেন,মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক আহব্বায়ক মোফাজ্জল হোসেন, সাঘাট াথানা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ টিটু,সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,ফুলছড়ি থানা আহ্বায়ক আলমাস হোসোইন,সদস্য সচিব সাজ্জাদ হোসেন ছোটন, সুন্দরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হারুন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক।
বক্তারা বলেন,সরকার ভোট ডাকাতি করে সাধারন জনগনের চোখকে অন্তর আড়াল করতে ঢাকা ১৮ আসনে সংসদ নির্বাচনের দিন তাদের এজেন্ডা দিয়ে গাড়ি পুড়িয়ে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নের্তা কর্মীকে মিথ্যা মামলায় দিয়ে গ্রেফতার করছেন। বিএনপি ও অঙ্গসংঠনের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা গ্রেফতার প্রত্যাহারের দাবি জানান।