খোলা আকাশের নিচে পাঠদান ঝড়ে উড়ে গেছে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: গত ৩০ মার্চ ২০১৭ইং তারিখের ঘূর্নিঝড়ে বগুড়া সদরের গোকুল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের টিনের ছাউনী উড়ে যায়। ইটের দেয়াল ও টিনের ছাউনি দ্বারা নির্মিত বিদ্যালয়ের ক্লাসরুম গুলোর ভিতরে পানি জমে পাঠদানের অনুপোযোগী হয়ে পড়েছে। পুরাতন টিনের ছাউনি ঝড়ে উড়ে যাওয়ায় বিদ্যালয়ের ক্লাসরুমগুলো এখন ছাউনীহীন অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের রুমগুলোর মধ্যে পানি ঢুকে আছে। ফলে ছাত্ররা রুমে বসে ক্লাস করতে না পেরে বর্তমানে খোলা আকাশের নিচে পাঠদান করছে। এতে করে পাঠদান ব্যবস্থা চরমভাবে বিঘিœত হচ্ছে। তাই এলাকাবাসী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষালাভের সুবিধার্থে বিদ্যালয় পাঠদান উপযোগী করে গড়ে তোলার জন্য দ্রুত সং স্কার কামনা করেছেন।