গাইবান্ধার গোবিন্দগঞ্জ টু মহিমাগঞ্জে সি এনজি ভাড়া বেশি,সাধারণ যাত্রীদের অসন্তোষ !
স্টাফ রিপোটারঃ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ হইতে মহিমাগঞ্জ সড়কে অন্য রাস্তার তুলনায় সি এন জি ভাড়া বেশি নিচ্ছে ড্রাইভাররা,এনিয়ে সাধারণ যাত্রীদের অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,উপজেলার গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ সি এন জি তে যাত্রী ভাড়া জন প্রতি প্রথমে ২০ টাকা তারপর ২৫ টাকা কিন্তু করোনার এই দুসময়ে সি এনজি ড্রাইভাররা ভাড়া বাড়িয়ে অযুক্তিক ভাবে ৩০ টাকা করেন।গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ এর দুরত্ব মাত্র ১২ কিলোমিটার।স্থানীয়দের দাবী আশে পাশে সব সড়কের ভাড়া ঠিক থাকলেও এই সড়কের ভাড়া বেশি নিচ্ছে সি এন জি ড্রাইভাররা।
আরও জানাযায় রাত ৯টা ১০টার পর গোবিন্দগঞ্জ চৌরাস্তা থেকে অনেক ব্যাবসায়ী ও চাকুরীজীবী বাসায় ফিরে আর ঐ সময় সি এন জি ড্রাইভার রা ভাড়া দ্বিগুণ বেশি চেয়ে বসে থাকে। এরকম পরিস্থিতিতে বাধ্য হয়ে বেশি টাকা গুনতে হয় সাধারণ যাত্রীদের।নাম (প্রকাশ্যে অনিচ্ছুক) এক যাত্রী জানান আমি গোবিন্দগঞ্জ চৌরাস্তা একটি দোকানে চাকরী করি বেশিরভাগ সময় দোকান দশটার পর বন্ধ করা হয় আর দশটার পর বাড়িতে আসলে এই ১২ কিঃ মিঃ রাস্তার জন্য আমাকে ৪০ টাকা দিতে হয়।
আরও জানাযায় ব্যাস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত-শত সি এন জি চলে যাত্রীও হাজার -হাজার।এই করোনা কালিন সময়ে সাধারন যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি দাবি করে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে সি এন জি ড্রাইভাররা।
সাধারণ যাত্রী দের দাবী অযুক্তিক ভাবে ভাড়া বাড়ানো এটা মোটেই কাম্য নয়।উপজেলা প্রশাসনের ভাড়ার বিষয় গুলো খতিয়ে দেখবেন।যাতে সি এনজি ড্রাইভার রা ভাড়া বেশি নিতে না পারে। নিলে তাদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।