গাইবান্ধার মহিমাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের শুভেচ্ছা মিছিল
শাহাব উদ্দীন (রাফেল) স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জে আল আমিন এর নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।মহিমাগঞ্জ ইউনিয়নের মাহবুবুর রহমান পরাগ কে,জাতীয় পার্টির সহযোগী সংগঠন, জাতীয় ছাত্র সমাজের, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় ছাত্র সমাজ গোবিন্দগঞ্জ শাখার পক্ষ থেকে এই শুভেচ্ছা মিছিল করা হয়।
মিছিলটি সোনার পাড়া থেকে শুরু হয়ে মহিমাগঞ্জের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে ডাকবাংলা গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতায় মাহবুবুর রহমান পরাগ বলেন আগামীতে মহিমাগঞ্জ সহ গোবিন্দগঞ্জ এর সকল ইউনিয়ন এবং ওয়ার্ড এ কমিটি দেয়া হবে সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কমিটি করা হবে।শুভেচ্ছা জানানোর জন্য সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পল্লীবন্ধুর আদর্শ বুকে নিয়ে আগামীদিনে দলের সকল কর্ম কান্ডে সবাই কে ঐক্য বদ্ধ থেকে জি এম কাদের এর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করা হয়।