গাতবতলীতে বিএনপি-আ’লীগের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ সাড়ে ৬শ জনের নামে মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:56 PM, 11 April 2016

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুরে বিএনপি ও আ’লীগ চেয়ারম্যান সমর্থদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের কর্তব্যকাজে বাধা, ২ পুলিশ কে আহত ও ককটেল বিস্ফোরন এবং মটর সাইকেল দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক চেয়ারম্যান বিএনপিনেতা ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব মন্ডলসহ ৪৮ জনের নাম উলে­খসহ ৬শ জনকে অজ্ঞাত করে থানায় একটি মামলা করেছে। পুলিশ ঘটনার দিন ৫ জনকে এবং পরদিন ১ জনকে গ্রেফতার করেছে। থানার এসআই আবু জাররা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ঘটনার স্থান থেকে আগুনে পোড়ানো মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গত ৯ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার রামেশ্বরপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে রামেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভার আয়োজন করে। অনুষ্ঠান শুরুর পুর্বেই এলাকায় বাজার এলাকায় স্ব-স্ব চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা ধানের শীষ ও নৌকা প্রতিকের পক্ষে শ্লোগান দিতে থাকলে উভয়ের মধ্য উত্তেজনার সৃষ্ঠি হয়। এক পর্যায়ে বিএনপি ও আ’লীগ সমর্থকদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয়ই ইট পাটকেল নিক্ষেপ ককটেল বিস্ফোরন, ২ পুলিশ আহতসহ দোকান ও মটর সাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রন পুলিশ ৮০ রাউন্ডের উর্ধে গুলি ছোরে। বিএনপির বর্ধিত সভা পন্ড হয়ে যায়। প্রায় ২ ঘন্টা এঘটনা ও উত্তেজনা চলতে থাকে। পুনরায় যাতে আর কোন ঘটনা না ঘটে সে জন্য ঘটনার স্থল পুলিশের পাহারা বসানো হয়েছে বলে ওসি জানিয়েছে। পুলিশ বাদী মামলাটি এসআই ফিরোজ করিব তদন্ত করছেন। তিনি জানান সকল আসামীকে গ্রেফতারের জন্য সর্বাস্তক চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :