গাবতলীতে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের বাইওটোনা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত রোববার রাতে উলেখিত বাইওটোনা গ্রামে ইছামতি নদীর পাশে অজ্ঞাত ওই ব্যক্তিকে একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করে। ওইদিন রাত সাড়ে ১০টায় খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির পরনে ছিল ট্রাউজার, জ্যাকেট ও খয়েরী রংয়ের সার্ট। এ ঘটনায় এসআই আবু জাররা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, লাশের পরিচয় এখনও জানা যায়নি।