গাবতলীতে অটোটেম্পু চালক কল্যাণ সমিতির পরিবহন শ্রমিক সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:30 PM, 31 July 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে এক পরিবহন শ্রমিক সমাবেশ গত রবিবার বগুড়ার গাবতলী অটোটেম্পু চালক কল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অটোটেম্পু চালক কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, আঃ মান্নান আকন্দ, ক্রীড়া সম্পাদক সমশের আলী, আন্তঃজেলা সড়ক সম্পাদক নুর আমিন মন্ডল, দপ্তর সম্পাদক আঃ খালেক, অভ্যন্তরিণ সড়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যকরী সদস্য ইউনুছ আলী লয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিছার রহমান। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী অটোটেম্পু চালক কল্যাণ সমিতির সহ-সভাপতি আঃ বাছেদ, জাহিদুল ইসলাম, সহ-সধারণ সম্পাদক মাহমুদুন নবী অটল, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক দুরুল হুদা টিটু, সমাজ কল্যাণ সম্পাদক ওছমান গণি, ক্রীড়া সম্পাদক সোহাগ সরকার, ধর্মীয় সম্পাদক ইয়াছিন আলী, প্রচার সম্পাদক তানজুল ইসলাম গণিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :