গাবতলীতে আ’লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম ভূলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, বগুড়া বিএমএ’র সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, ওসি শাহিদ মাহমুদ খান, থানা পুলিশিং কমিটির আহবায়ক আ’লীগ নেতা ধন্য গোপাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, মহিলা আ’লীগের সভানেত্রী রেকসেনা জালাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম, আঃ মতিন মিঠু, গোফ্ফার আলী, আমিনুর ইসলাম সাইফুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুলাহেল বাকী, সাধারণ সম্পাদক শাজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, শ্রমিকলীগ নেতা অটল প্রমূখ।