গাবতলীতে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রোজার সামগ্রী বতরন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ “মানুষ মানুষের জন্য জিবন জিবনের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল অসহায় দরিদ্র বিধবা এতিম ও দুস্থ্যদের মাঝে রোজার সামগ্রী (চাল,ডাল,তেল,আলু ,পিয়াজ, মরিজ,লবন,সেমাই,চিনি,মুড়ি) বিতরন করা হয়েছে। এই উপলক্ষে পাঁইপাইকা ঈদগাহ মাঠ তিনমাথা মোড় এক আলোচনা সভা দক্ষিনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান নুহু আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউনয়ন বিএনপির সাধারন সম্পাদক মমিনুল হাসান মমিন, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউল হক জিয়া। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হাসান শামিমের পরিচালনায় অন্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন দক্ষিনপাড়া ইউপি সদস্য মতিয়ার রহমান মতি,রায়হান কবির সাধন,সমাজসেবক আফজাল হোসেন, সাহাদত হোসেন ,খলিলুর রহমান,ফেরদাউস আলম,ইব্রাহিম খলিলুলাহ,পরিষদের সদস্য শাহাদত হোসেন,ইফসুব আলী, আফ্রিকুল হাসান রনি,বাদশা,সেলিম,সোহাগ, আবুল কাশেম,সৌরভ হোসেন, মিজান, সজীব, রকি, আলফাহ প্রমূখ।