গাবতলীতে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:44 PM, 07 May 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের চকসদু গ্রামে এডিপির অর্থায়নে (এক লাখ টাকা ব্যয়ে) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বেঞ্চ বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান ও উপ-সহকারী প্রকৌশলী এবিএম শামিম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামিম আক্তার নারগিছ, মাজেদা বেগম, ছায়েদুজ্জামান, মকবুল হোসেন, বেলাল হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্বপন, মাহাতাব হোসেন, গোলাম সারোয়ার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে তাজুল ইসলাম, আরিফুর রহমান, শামিম, রিপন প্রমূখ।

আপনার মতামত লিখুন :