গাবতলীতে ওরেন্টমুলে যুবদল নেতা গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:46 AM, 10 October 2016

গাবতলী (বগুড়া)থেকে আতাউর রহমান ঃ বগুড়ার গাবতলীতে সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান গণি (৩২)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল রবিবার উপজেলার দাঁড়াইল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সুজা উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর ১২টায় দাঁড়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা আতোয়ার রহমান গণিকে গ্রেফতার করে। গণির বিরুদ্ধে গাবতলী মডেল থানায় হামলা ও ভাংচুর মামলার ওরেন্ট ছিল। গ্রেফতারকৃত গণি গাবতলী সদর ইউনিয়নের তরফভাইখাঁ গ্রামের আব্দুল বাছেদের ছেলে।

আপনার মতামত লিখুন :