গাবতলীতে চেয়ারম্যান তারাজুলের হামলাকারীদের গ্রেফতা ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সদস্য তারাজুল ইসলাম দূর্বত্তর ছোড়া গুলিতে গুরুতর আহত হওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে শুক্রবার ইউনিয়ন আ.লীগ উপজেলার জামিরবাড়িয়া বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে । ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, ইউনিয়র আ.লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান আলতাব, সাবেক সাধারন সম্পাদক দুলাল করিম, আলীগনেতা ফুল মিয়া,সাহাদত হোসেন,আব্দুস সামাদ কাজী,বাকু মন্ডল,সুব্রত,নান্নু মিয়া,থানা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ,শাকিল আহম্মেদ,মমিনুর , রহমান, মুক্তা, বকুল, শাফিনুর, মিলন, ছাত্রলীগনেতা কনক, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, রাজু আহম্মেদ, তন্ময়, সবুজ, স্বয়ন, ছেচ্ছাসেবকলীগ নেতা নান্নু, আঃ রহমান, শফিকুল, শ্রমিকলীগনেতা আব্দুল মতিন, পিন্টু মিয়া, সমাজসেবক আব্দুর রশিদ বক্তব্য রাখেন। গত ৮জুলাই দিবাগত একদল দৃবৃত্ত তাকে হত্যার উদোশ্যে মাথা লক্ষ করে ৩ রাউন্ড গুলি ছুরলে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়। বক্তাগন দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি উদাত্ব আহবান জানান।