গাবতলীতে ছাত্রদলনেতা সেন্টুর জামিন ও মিনাজুল জেলহাজতে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:13 PM, 23 February 2016

আতাউর রহমানঃ

গতকাল ২৩ফেব্র“য়ারী মঙ্গলবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম সেন্টু ও ছাত্রদলের কর্মী মিনাজুল ইসলামের বিরুদ্ধে সিএনজি চালকের দায়েরকৃত মামলা’য় জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত শুনানী শেষে ১নং আসামী ময়নুল ইসলাম সেন্টু’র জামিন মুঞ্জুর করে একই সঙ্গে ২নং আসামী মিনাজুল ইসলাম (২৫) জামিন না মুঞ্জুর করলে পুলিশ তাকে গ্রেফতার করে বগুড়া জেলহাজতে প্রেরন করেছে।

উলে­খ্য যে, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের জামে মসজিদের সামনে মারপিট ঘটনা’য় সিএনজি চালক জাগুলী মন্ডলপাড়া গ্রামের আরিফুর রহমানের দায়েরকৃত মামলা’য় সেন্টু জামিন লাভ করেছে।

আপনার মতামত লিখুন :