গাবতলীতে ছাত্রী ও মা’কে মারপিট ঘটনার মূলহোতা রুয়েন গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে প্রেমে সাড়া না পেয়ে ১০ম শ্রেণির এক মেধাবী ছাত্রী ও তাঁর মা’কে মারপিটের ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে যুবক রুহুল আমিন রুয়েন (২৩)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুয়েন উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উলেখ্য, গাবতলীর পারকাকড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া ইসলাম জেসি (১৫) স্থানীয় সুখানপুকুর এমআরএম হাইস্কুলে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণির ছাত্রী। তার রোল নং-১। জেসি ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছিল। এখন তার চোখে-মুখে অনেক স্বপ্ন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে অনেক বড় হতে চায়। কিন্তু মেধাবী এই ছাত্রীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় একই গ্রামের নুরুল ইসলামের বখাটে ছেলে রুহুল আমিন রুয়েন (২৩)। মাঝেমধ্যেই সে প্রেম প্রস্তাব দিতো। রাস্তা পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। কিন্তু প্রেমে সাড়া না পেয়ে রুয়েন ক্ষুব্ধ হয়ে উঠে। এরই এক পর্যায়ে গত ২৬জানুয়ারী বিকেলে জেসি স্কুল থেকে ভ্যানযোগে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে কুড়িরপাড়া নামকস্থানে ওঁত পেতে থাকা রুয়েন হঠাৎ সামনে এসে জেসিকে শেষ বারের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। কিন্তু জেসি রাজী না হলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রুয়েন জেসিকে কিল-ঘুষি ও লাথি মেরে গলাটিপে ধরে। বিষয়টি রুয়েনের অভিভাবকদের জানালে সে আবারও জেসি ও তার মাকে বেদমভাবে পিটিয়ে জখম করে। জেসি ও তার মা এখন গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ শনিবার রাতে ঘটনার মুল নায়ককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।