গাবতলীতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:03 AM, 21 August 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয় এবং নাড়–য়ামালা হাইস্কুলের উদ্যোগে পৃথকভাবে র‌্যালী শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে গতকাল সকালে সোন্দাবাড়ী পাকার মাথায় সোন্দাবাড়ী আজাদ হাইস্কুলের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। উক্ত মানববন্ধনে অংশ নেন বিএমএ বগুড়ার সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানাসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অপরদিকে একই ইস্যুতে উপজেলার নাড়–য়ামালা হাইস্কুলের উদ্যোগে এক মানববন্ধন নাড়–য়ামালা সড়কে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর মন্ডল, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, সহকারী প্রধান শিক্ষক ছায়েদুর রহমান, সহকারী শিক্ষক তাপস কুমার মন্ডল, আঃ রহিম, আনোয়াল ইসলাম, আবুল হোসেন, ফজলুল হক, ঝুনু রায়, ওয়াহেদা মাজেদ, গাজিউল ইসলাম, খায়রুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত লিখুন :