গাবতলীতে জাতীয় হিন্দু মহাজোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে জাতীয় হিন্দু মহাজোটের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকাল ১১টায় গাবতলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় হিন্দু মহাজোট নেতা সুশিল চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুশিল মাহতো। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বগুড়া জেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক এ্যাডঃ রতন কুমার সিংহ। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব ভীম কুমার সরকার। আরও বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সিরাজগঞ্জ জেলা আহবায়ক অনিল সরকার, হিন্দু মহাজোট নেতা অখিল পাল, মাধব সাহা, বিরেন লাহেরী, নারায়ন চন্দ্র দাস, সঞ্জয় রায়, সুজিত রায়, বিকাশ রায়, বিকাশ কর্মকার, আশিষ সাহা, সুপোদ মন্ডল প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুশিল চক্রবর্তীকে সভাপতি, বিপুল সরকারকে সাধারণ সম্পাদক, সুজিত রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গাবতলী উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়।