গাবতলীতে জ্যাক গাড়ীর মেলা উদ্বোধন করলেন মেয়র সাইফুল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:22 PM, 16 February 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার ‘জ্যাক গাড়ীর মেলা’ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান অতিথি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তাজুল ইসলাম, আলম মটরসের প্রোপাইটর রেজওয়ানুল বারী বোরহান, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, ছানা, টুটুল হাজী, তোহা, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নুরুল­াহ আকন্দ, শ্রমিকদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা আঃ হালিম, তাজুল, শাওন, দৌলত, ওহাব স্বেচ্ছাসেবক দল নেতা রহেদুল প্রমূখ।

আপনার মতামত লিখুন :