গাবতলীতে তারেকসহ জিয়া পরিবারের মঙ্গল কামনায় বিএনপির দোয়া

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 25 November 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে গতকাল শুক্রবার বাদজুম্মায় বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সহ-সভাপতি কায়দুজ্জোহা টিপু বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম হিটলু, মিঠু আলম, আঃ হান্নান, আনোয়ার হোসেন রাজু, কাসেম, যুবদল নেতা মিনহাজ, নুরুল­াহ, শহীদুল, মশিউর, নিপুল, মোস্তা, মিন্টু, নয়ন, রাসেল পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সুজন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আঃ হালিম থানা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রহেদুল ইসলাম থানা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কনক, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার ছাত্রদল নেতা দৌলত, আঃ ওহাব, মোহাম্মাদ, সৈকত, রাকিব, আপন, মমিন প্রমূখ।

আপনার মতামত লিখুন :