গাবতলীতে দুরবীন স্পোটিং ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মঙ্গলবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী বাজারে স্থানীয় দুরবীন স্পোটিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি রাকাব অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম। এ উপলক্ষে এক সুধী সমাবেশ ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সহ-সভাপতি মিনহাজুল ইসলাম সুমেল, সাধারন সম্পাদক ওবাইদুল রহমান, ইউপি মেম্বার দৌলাতজামান জুলু ও ডাঃ নুরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ সবুজ, সদস্য মিজবাহ আলম, আতিকুর রহমান প্রমূখ। শেষে প্রধান অতিথি গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।