গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:20 PM, 02 May 2016

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধি-বগুড়ার গাবতলীতে নির্বাচনী প্রতিহিংসার জেরধরে এক ব্যাক্তির পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের দড়িপাড়া গ্রামে গত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত গভীর রাতে আব্দুস সামাদ তরফদারের ছেলে মাছ ব্যবসায়ী রেজাউল করিমের পকুরে। দড়িপাড়া প্রাইমারী স্কুলের উত্তর পার্শ্বে ২০ শতাংশ একটি পুকুরে ৫০ হাজার পিচ মনোসেক্র তেলাপিয়ার রেনুপোনা অবমুক্ত করে। নির্বাচনী প্রতিহিংসার জেরধরে এলাকার দুর্বৃত্তরা রাতের আধাঁরে পুকুরে বিষ প্রয়োগ করে। স্থানীয়রা ৩০ এপ্রিল শনিবার পুকুরে মরা মাছ ভাসতে দেখে মালিককে সংবাদ দেয়। রেজাউল করিম জানায় এ পর্যন্ত তার ১ লাখ ১০ হাজার টাকা খরচা ও ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুত চলছিল।

আপনার মতামত লিখুন :