গাবতলীতে পূজা উদযাপন কমিটির সম্মেলন অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী এটিএম রুহুল আমিন সঞ্জিব, ডাঃ অখিল চন্দ্র পাল, ভীম কুমার সরকার, বিপুল সরকার, বীরেন লাহেরী, মাধব সাহা, তাপস মন্ডল, সুপদো, নারায়ন দাস, মানিক দাস, মনিলাল দাস প্রমূখ। সম্মেলনে বীরেন লাহেরীকে সভাপতি এবং ভীম কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গাবতলী উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।