গাবতলীতে প্রতিপক্ষের রামদার আঘাতে জখম ঃ থানায় মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:15 PM, 21 April 2016

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে এক ইউপি সদস্য প্রার্থীর কর্মী হিসেবে প্রচার-প্রচারনা করায় প্রতিপক্ষদের হামলায় গুরুতর জখম হয়েছেন আঃ রশিদ ফকির নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীর নেপালতলী গ্রামের জনৈক আঃ রশিদ ফকির নেপালতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আহাদের পক্ষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঈশ্বরপুর গ্রামে টিউবওয়েল মার্কার প্রচার-প্রচারনাকালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের রামদার আঘাতে গুরুতর আহত হন আঃ রশিদ ফকির। তিনি এখন আশংকাজনক অবস্থায় গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আঃ রশিদের স্ত্রী বিলকিছ খাতুন বাদী হয়ে উজ্জল হোসেন লিলুকে প্রধান অভিযুক্ত করে ৪০জনের নাম উলেখ এবং ৪০/৫০জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই লাল মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :