গাবতলীতে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ভোটের আগেই ভোট গ্রহণ!

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:43 PM, 01 March 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীতে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়দলই পৃথকভাবে ভোটের আগেই ভোটগ্রহণের মাধ্যমে তাদের কাঙ্খিত প্রার্থী মনোনীত করছেন। এক অনারম্বর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। ভোট গ্রহণকালে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন। গতকাল মঙ্গলবার সকালে গাবতলী উপজেলা বিআরডিবি হলরুমে কাগইল ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ৩জন চেয়ারম্যান প্রার্থী অংশ নেয়। এরা হলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক বর্তমান চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন, আ.লীগ নেতা আব্দুল­া আল আরিফ ছানা এবং কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক। এদের মধ্যে শফি আহম্মেদ স্বপন সর্বোচ্চ ১৩ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটগ্রহণকালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এ.এইচ আজম খান, সহ-সভাপতি আঃ ছালাম ভোলন, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আব্দুুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী রেকসেনা জালাল, কাগইল ইউনিয়ন আ.লীগের আহবায়ক সাবিনা আক্তার লিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গতকাল একই সময়ে মহিষাবান ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে স্থানীয় হাইস্কুল হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে অংশ নেন চেয়ারম্যান প্রার্থী মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, বিএনপি নেতা (বর্তমান চেয়ারম্যান) মোতাহার হোসেন, খলিলুর রহমান খলিল এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক। এদের মধ্যে আব্দুল মজিদ সর্বোচ্চ ৩১ভোট পেয়ে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমূখ। শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল­াহেল বাকীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মনোনীত প্রার্থী আঃ মজিদকে বিপুল ভোটে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করা

আপনার মতামত লিখুন :