গাবতলীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:59 PM, 19 August 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর জয়ভোগা গ্রামে স্থানীয় উনচুরখী যুব সমাজের উদ্যোগে এক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু। আরও বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আহম্মেদ, বগুড়া শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুকুল হোসেন, সারিয়াকান্দী কলেজ ছাত্রলীগ নেতা সরকার ছঈম প্রমূখ। খেলাটি পরিচালনায় ছিলেন আবু বকর, বাদল ও সাইফুল। খেলায় সারিয়াকান্দী যুব একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে গাবতলী জয়ভোগা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেলিম, সৈকত ও দোয়েল। শেষে প্রধান অতিথি বিজয়ীদলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি খাসি তুলে দেন

আপনার মতামত লিখুন :