গাবতলীতে বসতবাড়ীর আঙ্গিনায় সজ্বি চাষে গৃহিনীদের অভিহিত করন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:16 PM, 16 January 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের কৃষি স¤প্রসারন অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে বসতবাড়ীর আঙ্গিনায় সর্বসাধারন গৃহিনীদের সজ্বিচাষ বিষয় সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে বাড়ীর আঙ্গিনার অনাচে কানাচে অব্যহারিত জায়গায় বেড পদ্ধতি তৈরি করে বিভিন্ন প্রকার সজ্বি চাষ করা বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে । গাবতলী উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তা জান্নাতুন মহল তুলি জানান, প্রতিটি পরিবারের গৃহিনীরা ইচ্ছে করলেই নিজ বাড়ীর আঙ্গিনায় বেড তৈরি করে লাউ, কলমি শাক,ডাটা,ঢেড়স, চাল কুমরা,পুই শাক,লাল শাকসহ বিভিন্ন প্রকার সজ্বি ফলানো যায় এতে যেমন সংসারের কিছুটা সজ্বি চাহিদা মিটানো সম্ভব তেমনি শতভাগ রাসানিক ও জিবানুমুক্ত সজ্বি পাওয়া সম্ভব। তিনি জনগনের সুবিধার্থে প্রতিদিন কৃষি অফিসের জমিতে লাগানো বিভিন্ন প্রকার সজ্বি দেখানোর জন্য জনসাধারনকে উদ্ধুদ্ধ করেন। যাতে করে গ্রামের লোকজন প্রতিটি বাড়ীর আঙ্গিনার বাড়তি জমিতে বেড বা মাচা পদ্ধিতি ব্যবহার করে সজ্বি চাষে আগ্রহী হয়।

আপনার মতামত লিখুন :