গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মে দিবস পালন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মহান মে দিবস উপলক্ষে গত রবিবার গাবতলীতে উপজেলা গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদ ও উপজেলা অটোটেম্পু চালক কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে পৌর সদরে সমাবেশ করে। গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি আফছার আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহ-নির্মাণের উপদেষ্টা ও পৌর মেয়র সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাধারণ সম্পাদক সাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, অটোটেম্পু চালক কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী সরকার, সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক অটল, দপ্তর সম্পাদক টিটু, গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাবেক সভাপতি নান্নু, সহ-সভাপতি সোনা, সাবেক সাধারণ সম্পাদক মকবুল, সহ-সাধারণ সম্পাদক কুড়ানু, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার, স্বেচ্ছাসেবকদল নেতা নূরুলাহ প্রমূখ। অপরদিকে একই ইস্যুতে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাকিউল হাসান শাপলা, যুগ্ম আহবায়ক মাহমুদুন নবী অটল, পৌর শ্রমিকলীগের সভাপতি তানজুল ইসলাম গণি, সহ-সভাপতি রতন পাইকার, তোতা, সাধারণ সম্পাদক হাবিব পাইকার, সাংগঠনিক সম্পাদক হেলাল, শ্রমিকলীগ নেতা গামা, স্বপন, বাবু, রঞ্জু, রাজু, শামীম, এমদাদুল, নূরুল আমিন, লিটন, ভুট্রা, আমিনুর, সাজু, সালাম, জাহাঙ্গীর প্রমূখ।