গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মে দিবস পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:55 PM, 03 May 2016

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মহান মে দিবস উপলক্ষে গত রবিবার গাবতলীতে উপজেলা গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদ ও উপজেলা অটোটেম্পু চালক কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে পৌর সদরে সমাবেশ করে। গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি আফছার আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহ-নির্মাণের উপদেষ্টা ও পৌর মেয়র সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাধারণ সম্পাদক সাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, অটোটেম্পু চালক কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী সরকার, সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক অটল, দপ্তর সম্পাদক টিটু, গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাবেক সভাপতি নান্নু, সহ-সভাপতি সোনা, সাবেক সাধারণ সম্পাদক মকবুল, সহ-সাধারণ সম্পাদক কুড়ানু, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার, স্বেচ্ছাসেবকদল নেতা নূরুল­াহ প্রমূখ। অপরদিকে একই ইস্যুতে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাকিউল হাসান শাপলা, যুগ্ম আহবায়ক মাহমুদুন নবী অটল, পৌর শ্রমিকলীগের সভাপতি তানজুল ইসলাম গণি, সহ-সভাপতি রতন পাইকার, তোতা, সাধারণ সম্পাদক হাবিব পাইকার, সাংগঠনিক সম্পাদক হেলাল, শ্রমিকলীগ নেতা গামা, স্বপন, বাবু, রঞ্জু, রাজু, শামীম, এমদাদুল, নূরুল আমিন, লিটন, ভুট্রা, আমিনুর, সাজু, সালাম, জাহাঙ্গীর প্রমূখ।

আপনার মতামত লিখুন :